নগরীতে ইয়াবাসহ আটক এক

আপডেট: আগস্ট ৫, ২০১৭, ১২:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে ১৬ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল নয়টায় নগরীর রাজপাড়া থানার কাঁঠালকরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি রাজপাড়া থানার হাড়–পুর বাগানপাড়া এলাকার সদর আলীর ছেলে শফিকুল ইসলাম শফিক (৩৫)।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গতকাল সকালে নগরীর কাঁঠালবাড়িয়া  এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ