রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে ছিল, আলোচনাসভা, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) দিনব্যাপি নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ দিবস যথাযোগ্য মর্যাদ্য় পালিত হয়েছে।
মহানগর আওয়ামী লীগ:
দিবসটি উপলক্ষে নগর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এসময় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, আব্দুস সালাম, মোখলেশুর রহমান কচি, ইউনুস আলী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, নগর শ্রমিক লীগগের সভাপতি মাহাবুবুল আলম, নগর কৃষক লীগের সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনার, রাজশাহী মেডিকেল ছাত্রলীগ সভাপতি শুভ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ। এছাড়া মতিহার থানা আওয়ামী লীগ, মহানগর শ্রমিক লীগ, মহানগর যুবলীগ, মহানগর ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, দিবসটি উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা কুমারপাড়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
বক্তব্য দেন, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, ইউনুস আলী, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭মার্চ। ১৯৭১ সালের ৭মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। যা পরবর্তীতে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করা হয়েছে।
বক্তারা আরো বলেন, আনুষ্ঠানিক ভাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস হলেও প্রকৃতপক্ষে ৭ মার্চের ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা। যে ভাষণের মধ্যে দিয়ে সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ করেছিলেন বঙ্গবন্ধু। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা, বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন দেশ বাংলাদেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বিশ্বজনিন। আজ ৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃত।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু ঐ ৭১এর পরাজিত শক্তিরা তথা বিএনপি-জামায়াত এদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কর্মকা-ের মাধ্যমে দেশের সম্পদ ও জনগণের ক্ষতি করছে। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা তাদের এই দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদী কর্মকা- রুখে দিবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই কন্যা দেশরতœ শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। খুব দ্রুত বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে।
উপস্থিত ছিলেন, নগন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, আব্দুস সালাম, এ্যাড. শামীমা আখতারী, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ
দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন কর্মসূচির মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৯ টায় ভবনগেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক জেলা ডেপুটি কমান্ডার ও বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেএমএম. ইয়াছিন আলী মোল্লার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বক্তব্য দেন,
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধালীগের নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ এর জয়েন্ট সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রামানিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ দিল মোহাম্মদ (ই.খ.ঋ), বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ; বিশ^ প্রামাণ্য ঐতিহ্য দিবস পালন করা হয়। এদিন সকাল ৭টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যায়। সেখানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পা-ে, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন। পুষ্পার্ঘ অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাতও করা হয়।
কর্মসূচি: দিবস উপলক্ষে ১০ মার্চ সকাল ১০:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং রাবি স্কুল ও শেখ রাসেল মডেল স্কুল শিক্ষার্থীদের ৭ মার্চের ভাষণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ফলক উন্মোচনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল সংলগ্ন এলাকাটিকে ‘বঙ্গবন্ধু চত্বর’ হিসেবে ঘোষণা করেন। পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণই নয়, এই ভাষণটি বঙ্গবন্ধুর একটি বৈষম্যহীন ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা।”
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সংস্থাপন ও প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান, রুয়েট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নুর রহমান । কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বঙ্গবন্ধু পরিষদ ও রুয়েট শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোর ৬ টা থেকে দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণটি প্রচার করা হয়।
রাসিক:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে
পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুল হাসান বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহের হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. শিউলী, সেবুন নেসা, সুলতানা আহমেদ সাগরিকা, নাদিরা বেগম, মোসা. ফেরদৌসি, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ উদ্দিন, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবুল খায়ের।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক :
দিবসটি উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয় চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণসহ বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, রাজশাহী ও স্থানীয় মুখ্য কার্যালয়, জোনাল কার্যালয়, জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রাকাব কর্মচারী সংসদের (সিবিএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বঙ্গবন্ধু কর্ণারে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী শিক্ষাবোর্ড:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালিত হয়েছে ঐতিহাসিক ১৭ মার্চ দিবস। দবসটি উপলক্ষে বোর্ড চত্বরে “মুজিব শতবর্ষ-১০০” স্মারক মুর্যালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকালে চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে আনুষ্ঠনিকভাবে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
দিবসের তাৎপর্য তুলে ধরে চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলমের সভাপতিত্বে এবং প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তবা দেন, সচিব হুমায়ূন কবীর।
চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তার বক্তব্যে ইতিহাসের ক্যানভাসে বঙ্গবন্ধুর ভাষণকে ভাষ্য আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মত একটি মহান অর্জন হিসেবে আখ্যায়িত করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “বাঙালির অফুরন্ত প্রেরণার উৎস” হিসেবে উল্লেখ করে বলেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।
প্রজন্ম থেকে প্রজন্যে এই ঐতিহাসিক মহাকাব্যিক ভাষণ জাতির সর্বোচ্চ ত্যাগ, সাহস ও অনুপ্রেরণা হয়ে থাকবে।
পরে বাদ আসর শিক্ষা বোর্ড মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, বোর্ড মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাসেম মো. রহমতুল্লাহ।
আসাদুজ্জামান আসাদ:
দিবসটি উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্বাধীনতার জিয়নকাঠি শীর্ষক আলোচনাসভা, পুরষ্কার বিতরণ এবং সাংস্কুতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলৈন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপজেলা পরিষদএর কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু কলেজ :
দবসটি উপলক্ষে সকালে অধ্যক্ষ মো. কামরুজ্জামান সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় অধ্যক্ষ ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মার্চের মাসব্যাপি কর্মসূচিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিয়াজ উদ্দীন ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও ইতিহাস বিভাগের প্রভাষক হাসিবুর রহমান।
কর্মসূচির অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার এবং কলেজের অফিস সহায়কদের ঝুড়িতে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন (বিএমডিএ) কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে সকল জোন ও রিজিয়ন অফিসে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই বিএমডিএ কর্তৃপক্ষ।
পরে ডকুমেন্টারি প্রদর্শনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএমডিএ নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, বিএমডিএ সচিব যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন শাখা সাধারণ সম্পাদক রাহাত পারভেজ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ বিএমডিএ শাখার সভাপতি মুক্তাদিউর রহমান, বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জীবন প্রমুখ।
রাজশাহী সরকারি মহিলা কলেজ:
দিবসটি উপলক্ষে রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে র্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সপ্তাহব্যাপি কলেজে রচনা, কুইজ ও ৭মার্চের ভাষণ প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
মেট্রোপলিন কলেজ:
দিবসটি উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ বিধান চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক বিলকিস বানু, সুলতান সাব্বির আহমেদ, প্রভাষক আখতার জামিল, সোহেল রানা এবং শিক্ষার্থী বীথি আক্তার।