নগরীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

আপডেট: মার্চ ৭, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :বৃহস্পতিবার (৭মার্চ) নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ভাষণ দিবস যথােিযাগ্য মর্যাদ্য় পালিত হয়েছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯:৩০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

এসময় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, আ’লীগ, রাজশাহী জেলার সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, মতিহার থানা আ’লীগ, নগর শ্রমিক লীগ, নগর যুবলীগ, নগর ছাত্রলীগ, রামেক ছাত্রলীগ।