বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:নগরীতে ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এই তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হলেন, পুঠিয়ার দিঘলকান্দি এলাকার লোকমান আলীর বেলাল হোসেন (৩২)।
র্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরের ঘোড়াচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুঠিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।