বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে ওয়ারেন্ভুক্ত ১৬ জন আসামিসহ মোট ৪৭ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত নগরঃীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল সন্ধ্যায় আরএমপি’র মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৬ জন, ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২৭ জন গ্রেফতার করা হয়েছে।
এদিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ রাসেলকে (২১) ২০০ পিস ইয়াবাসহ ও নজরুল ইসলামকে (৫২) ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ দেলোয়ার হোসেনকে (৩২) ৭ পিস ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ ড্যানি ওরফে বাপ্পিকে (২২) ১২ পিস ইয়াবাসহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে।