সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪১ জনকে আটক করা হয়েছে। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার ভোর রাত পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে এ অভিযান চালায়।
রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৯ জন, শাহমখদুম থানা ৫ জন, ডিবি পুলিশ ১ জনকে আটক করে। এর মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশ চন্দন শ্যামল (৩০) ও আনোয়ারা বেগমকে (৫০) ৫ গ্রাম হেরোইন, কুদ্দুসকে (৩৮) ২ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ জমির উদ্দিনকে (৫৫) ১০০ গ্রাম গাঁজা, শাহমখদুম থানা পুলিশ গোলাম রসুলকে (৪২) ৬০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।