নগরীতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩৮

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ওয়ান্টেভুক্ত আসামীসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
মহানগর পুলিশের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, ১৭ জন ওয়ারেন্টভুক্ত, ৩ জন মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজপাড়া থানা পুলিশ হাসিবুল বারিককে (৩০) ১৫০ গ্রাম গাঁজা, মো. দুলালকে (৩৩) ২ গ্রাম হেরোইন, ইকবাল হোসেন রাজুকে (৪৭) ৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয় এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ