বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে কবিকুঞ্জের উদ্যোগে কথা-কবিতা-গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমারের সার্বিক পরিচালনা ও নির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমীন প্রামানিক।
অনুষ্ঠানে কথা-কবিতা-গান পরিবেশন করেন পাঠ করেন কবিকুঞ্জের উপদেষ্টা সিরাজদৌল্লাহ বাহার ও লোকমান হোসেন, আব্দুল আওয়াল চৌধুরী জ্যোতি, সহসভাপতি বীথি মজিদা, যুগ্ম সম্পাদক শাহনাওয়াজ প্রমানিক সুমন, কোষাধ্যক্ষ আলমগীর মালেক, প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম তোতা, কবি আব্দুল মান্নান সরকার, সদস্য কবি হাসিবুল ইসলাম, দঅপ মান্নান, নাজিম খোকন, মনিরুল ইসলাম মনি, কবি কালাচাঁদ শীল, কবি তানজিম রহমান সেজুঁতি, কবি দ্বিপালী রানী সরকার, কবি আকতার বানু বীনা।
উপস্থিত ছিলেন, সদস্য কবি শামীম হোসেন, কবি ছাড়া খাতুন, কবি কাবেরী সাহা, কবি সমতোষ রায়, কবি আব্দুল মান্নান সরকার, কবি শিলা আকতার, কবি শামীমা ডেইজী লিপি, কবি আব্দুল আলীম, কবি আব্দুল্লাহ আল বাকী, সুলতানা শামীমা, মিনহাজ উদ্দিন মিন্টু, কবি লাব্বিকা নাওয়াজ, কবি কামরুজ্জামান গোপন, কবি এসএম তিতুমীর, কবি মেহেবুব ইসলাম, কবি সৈয়দ আব্দুল হাদী ও কবি মাহবুব দুলাল প্রমুখ।