সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীর শহিদ কামারুজ্জামান অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে নিজ নিজ খেলায় ১ ও ৪ নম্বর ওয়ার্ড দল জয়লাভ করেছে।
গতকাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে জিকোর গোলে ৪ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ৩০ নম্বর ওয়ার্ড উত্তর দলকে পরাজিত করেছে। এই ম্যাচে ৩০ নম্বর ওয়ার্ড দলের গোলরক্ষক সাইফুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। দ্বিতীয় ম্যাচে ১ নম্বর ওয়ার্ড ২-০ গোলে ২৮ নম্বর ওয়ার্ড পূর্ব দলকে হারিয়েছে। এই ম্যাচে সাগর দুইটি গোল করে ম্যাচসেরা হয়েছেন। আজ বৃহস্পতিবার ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ ও ২২ নম্বর ওয়ার্ড বেলা ২টা ৩০ মিনিটে মোকাবিলা করবে। পরের ম্যাচে মুখোমুখি হবে ৫ নম্বর ওয়ার্ড ও ১৬ নম্বর ওয়ার্ড দল।