নগরীতে কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

আপডেট: নভেম্বর ১৯, ২০১৬, ১১:০৯ অপরাহ্ণ


ক্রীড়া প্রতিবেদক
‘ক্রীড়াই শক্তি, মাদককে না বলুন, জঙ্গিবাদকে না বলুন’ স্লোগানে আজ রোববার বিকেল ৩টা থেকে নগরীতে শুরু হচ্ছে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি অনূর্ধ্ব ১৪ কিশোর ফুটবল টুর্নামেন্ট।
নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাবলু সরকার ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাশিদুল হাসান শামিম জানান, রাজশাহী মহানগরে আওয়ামী লীগের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নেবে। উদ্বোধনী দিনে দুটি খেলা মাঠে গড়াবে। পরবর্তীতে প্রতিদিন একটি খেলা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, টুর্নামেন্ট শেষে ৩৭টি দল থেকে ৩৭ জন সেরা খেলোয়াড়কে বাছাই করা হবে। এরপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাতীয় পর্যায়ে খেলার মতো যোগ্য করে তাদের গড়ে তোলা হবে। তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে এমন টুর্নামেন্ট বেশ কার্যকর।

এ বিভাগের অন্যান্য সংবাদ