শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:নগরীর শাহমখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় কিশোর গ্যাঙের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো. সিফাত (২১) নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের রাকিব আলীর ছেলে।
জানা গেছে, শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৯ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সিফাতকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত ১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাঙের কয়েকজন সদস্য দোকানদার নূর জামানকে মারপিট করে জখম করে।
এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়। ঐ ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাঙের ৫ সদস্যকে গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।