নগরীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৬, ১১:০৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


আনন্দধারা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর মেহেরচন্ডি মধ্যপাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ড. আমিরুল মোমনীন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক সহিদুর রহমান রেন্টু, আরিফুল ইসলাম লিটন, লুৎফর রহমান, দৈনিক নতুন প্রভাত’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শ্রাবন্তি আক্তার মঞ্জু।
প্রসঙ্গত, আনন্দধারা সাংস্কৃতিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে প্রত্যেক বছর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের দেশীয় খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ