শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে উদ্বোধন করবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন রাজশাহীর উপপরিচালক লুৎফর রহমান। এই টুর্নামেন্টে ঢাকা, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সৈয়দপুর ও রাজশাহী জেলার ৪৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মোকাবিলা করবে আর সি সি বনাম ইয়াং ক্রিকেটার্স ঢাকা।