রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি বুলবুল (৪৮) নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার এলাকার ফজলুল হক মন্টুর ছেলে ।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (৩ জুন) বিকাল সোয়া ৫ টায় বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, উক্ত গাঁজা গুলো বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো। সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।