মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
কমেলা বেগম ওরফে কনা-সোনার দেশ
নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ কমেলা বেগম ওরফে কনা (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। কমেলা নগরীর ছোটবনগ্রাম বারোরাস্তার মোড় এলাকার আবদুর রশিদের স্ত্রী। গতকাল রোববার দুপুরে কমেলাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল কমেলার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ কারণে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমেলাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় কমেলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।