রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর শিরোইল রেলস্টেশন থেকে গতকাল মঙ্গলবার দুপুরে চার রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম নাহিদ ইসলাম অন্তর (২১)। অন্তর রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর খানপাড়া এলাকার আনোয়ার হোসেন খান ওরফে জুম্মা খানের ছেলে।
রেলওয়ে পুলিশ রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন জানান, গ্রেফতারকৃত যুবক অন্তর কপোতক্ষ আন্তঃনগর ট্রেনে নাটোরের আজিমনগর স্টেশন থেকে উঠে। এরপর ট্রেনটি শিরোইল স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে অটক করা হয়। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থাকার চার রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত অন্তরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।