নগরীতে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


সম্পূর্ণ বে-সরকারি ব্যবস্থাপনায় নার্সারী হতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজশাহী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোল্ডেন সান বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী হতে অষ্টম শ্রেণির রাজশাহী জেলা সহ দিনাজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় এক হাজার এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতা মূলক এ বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির প্রধান উপদেষ্টা দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, বৃত্তি পরীক্ষা কমিটির মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রফিকুল আলম, রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বেরুল ইসলাম, শাহীন স্কুল এন্ড ক্যাডেট একাডেমী উপশহর শাখার পরিচালক শাহেদ হাসান, গোল্ডেন সান স্কুলের পরিচালক শামজিদা আলম, দারুশা আইডিয়াল স্কুলের পরিচালক সেলিম রেজা সরকার, রাজশাহী প্রভাত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আকতার, দারুশা পপুলার মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসলাম আলী ও গোল্ডেন প্লাস কোচিং সেন্টার এর পরিচালক খন্দকার তন্ময় আহমেদ।

গত ১৮/১১/২০২৩ইং তারিখে মোহনপুর উপজেলায় প্রথম, ২১/১২/২০২৩ইং তারিখে দূর্গাপুর উপজেলায় দ্বিতীয় এবং ২৩/১২/২০২৩ইং তারিখ গোদাগাড়ী উপজেলায় পৃথকভাবে ৩টি পরীক্ষা অনুষ্ঠানের পর রাজশাহী মহানগরীর পরীক্ষা গতকাল ৩০/১২/২০২৩ইং শনিবার রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এ বৃত্তি পরীক্ষার ৩টি উপজেলা সহ রাজশাহী মহানগরীর ফলাফল আগামী ১৫ জানুয়ারী স্থানীয় পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ