বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবির) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে রাজশাহীর চারঘাট থানা পুলিশ। মজনুর রহমান ওরফে বল্টু (৩৪) নামে ওই জেএমবি সদস্যকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় চারঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বল্টু জেলার বাগমারা উপজেলার পলাশী গ্রামের মৃত ছাবের আলীর ছেলে। তার বিরুদ্ধে চারঘাট ও বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
চারঘাট মডেল মডেল থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, জেএমবির সক্রিয় সদস্য বল্টু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।