শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বোয়ালিয়া মডেল থানা ১৬ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা সাতজন, শাহমখদুম থানা তিনজন ও মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক ব্যবসায়ী, ও ১৪ জন অন্যান্য মামলার আসামি। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।