শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চুরিকৃত চারটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। নগরীর মতিহারের বাজে কাজলা (ফুলতলা) এলাকায় অভিযান চালিয়ে অটোরিক্সাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীরের ছেলে বিসু আলী (২০), মজিবুর রহমানের ছেলে মনিরুল ইসলাম মনি (২৬), মেরাজের ছেলে রুবেল (২৯)। তারা সবাই বাজে কাজলা (ফুলতলা) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে বাজে কাজলা (ফুলতলা) এলাকার একটি অটোগাড়ি চার্জের গ্যারেজের পাশে কাঁচা রাস্তার উপর ব্যাটারী চালিত চোরাই অটো রিক্সা ও ইজিবাইকসহ অবস্থান করছে। এসময় তাদের কাছে থেকে অটোরিক্সা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা প্রক্রিয়াধীন।