মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে চোরাই দু’টি গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো- মো. মনিরুল (৩২) ও খাদেমুল ইসলাম পালা (৪২)। মনিরুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারীর মো. মাসুদ রানার ছেলে এবং খাদেমুল ইসলাম পালা একই এলাকার মৃত মুক্তারের ছেলে।
পডুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ১৪ ডিসেম্বর রাত ১০ টায় নগরীর কাটাখালী থানার হরিয়ান মৃধপাড়ার মিনজারুল ইসলাম একটি ষাঁড় ও একটি বকনা গরুকে খাবার খাইয়ে তার গোয়াল ঘরে বেঁধে রাখে। পরের দিন ১৫ ডিসেম্বর ভোর ৫:৩০ টায় ঘুম থেকে উঠে দেখে যে, তাঁর বাড়ির মেইন গেট ভাঙ্গা এবং গোয়াল ঘরে ষাঁড় ও বকানা গরু দুটি নেই।
খোঁজাখুঁজি করে না পেয়ে কাটাখালী থানায় একটি চুরির মামলা রুজু হয়।
পরবর্তীতে কাটাখালী থানা পুলিশের একটি টিম ১৫ ডিসেম্বর দিনগত রাত ২ টায় নগরীর ডাঁশমারী সাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মনিরুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে অপর আসামি খাদেমুল ইসলামকে তার বাড়ি থেকে চোরাই দুটি গরুসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনসহ অন্যান্য আইনে ৮ টি মামলা রয়েছে।