সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৬০ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মারতিন বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৪০) ও রখু বিশ্বাসের ছেলে সামিএল বিশ্বাস(৫০)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ৯ টায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাত সাড়ে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় মুকুল বিশ্বাসেরে বাড়িতে অভিযান চালিয়ে ৫৬০ লিটার চোলাইমদসহ আসামিদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।