নগরীতে ছয়দফা দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ছয়দফা দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ এ আয়োজন করে।



মানববন্ধন থেকে তারা ছয়দফা দাবি জানান। এগুলো হলো- আলাদা পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে পদমর্যাদা দিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রাখা, ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা এবং বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা।

কর্মসূচিতে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অসীম কুমার ঘোষ, রাজশাহী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো. আরিফ, আবু সাঈদ মো. ওলিউল্লাহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ