নগরীতে ছিনতকাইকারী গ্রেফতার, মোবাইল ফোন উদ্ধার

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১২:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


নগরীতে এক নারীর কাছ থেকে মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
ধৃত আসামি আরাফাত (৩২) নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট কলেজপাড়ার রায়হানুল হকের ছেলে।

পুলিশের আকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর হেতেমখাঁ কাদিরগঞ্জের ফারজানা আক্তার বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় বসবাস করেন। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনি তাঁর পাঁচ বছর বয়সী ছেলেকে সাথে নিয়ে বাড়ি-সংলগ্ন মুদিখানার দোকানে যান।

ফেরার পথে বাসার সামনে পৌঁছালে আসামি আরাফাতসহ আরো এক ছিনতাইকারী চাকু দেখিয়ে ফারজানার মোবাইল ফোন দিয়ে দিতে বলে। ফারজানা ফোন দিতে অস্বীকার করলে আসামি আরাফাত চাকু দিয়ে তাকে জখম করে মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেয়। ফারজানার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১ টায় কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়ায় অভিযান চালিয়ে আরাফাতকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরাফাত ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ