নগরীতে ছুরিকাঘাতে কিশোর খুন, আটক ৩

আপডেট: নভেম্বর ১, ২০১৬, ১২:১৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
নগরীতে ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে নগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি।
নিহত কিশোরের বাড়ি নগরীর মেহেরচ-ি চকপাড়া এলাকায়। তার বাবার নাম আবুল কাশেম। আটক  তিনজনের বাড়িও একই এলাকায়। তারা হলো, রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও মো. শাহীন (২০)।
নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল মমিন জানান, নিহত লালা আটকদের বন্ধু ছিল। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা সবাই একসাথে মদ্যপান করে।
এরপর সিহাব, সিয়াম ও শাহীন  লালার পিঠে ছুরি দিয়ে অন্তত পাঁচটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে নিহত ওই কিশোরের তিন বন্ধুকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, রামেকের মর্গে নিহত লালার লাশের ময়নাতদন্ত শেষে নিকটাত্মীয়দের হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লালার পিতা আবুল কাশেম থানায় হত্যামামলা দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ