নগরীতে জননেতা আতাউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজনীতিকে দূষণমুক্ত করতে জননেতা আতাউর রহমানের আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে রাজনীতি পরিবর্তনের আন্দোলনে নামতে হবে। রাজনীতির মাঠে এমন ক্ষণজন্মা পুরুষ খুব কম জন্ম নেয়। মহামানবদের জীবনদর্শন, ত্যাগ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। তরুণ প্রজন্মকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রাজশাহী প্রেসক্লাব চত্বরে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর জননেতা আতাউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় মোবাইলফোনে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি লেখক প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রমাণিক।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার পরিচালনায় আলোচনা রাখেন, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, ভাষাসৈনিক এ্যাডভোকেট মহসীন প্রামাণিকের ছোটভাই বাসেত হোমেন প্রামাণিক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, বাংলাদেশ হিন্দু পরিষদ বিভাগীয় সাধারণ সম্পাদক মিঠু কুমার সাহা, স্মৃতি পরিষদ সদস্য সচিবুল হক বিন্দু, রাকিবুল হাসান শুভ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ