মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রাক নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে সোমবার (১০ জুন) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে ও দাতা সংস্থা ইউএসএআইডি, আইআরআই’র অর্থায়নে সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্বের দক্ষতা বিকাশের লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সঞ্চালনা করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী এহসানুল আমিন ইমন ও সুন্দরবন একাডেমির পরিচালক প্রফেসর আনোয়ারুল কাদির।
সভার শুরুতেই আইআরআই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য করেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আইআরআই প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের ১নং প্যানেল মেয়র ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মো. সরিফুল ইসলাম বাবু, রাসিকের ১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. তাহেরা খাতুন, ৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মো. নুরুজ্জামান, ৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মো. মতিউর রহমান প্রমুখ।
এছাড়াও দাতাসংস্হার (আইআরআই) প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও প্রোগ্রাম এসোসিয়েট মনিরুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশ গ্ৰহণ করেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ্ চৌধুরীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সনাক রাজশাহীর সদস্য শফি উদ্দিন আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, খেলাঘর আসর রাজশাহীর সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন মাসুদ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের রাজশাহীর সভাপতি হুমায়ূন রেজা জেনু, সাংবাদিক কাজী নাজমুল ইসলাম, সাংবাদিক সরকার দুলাল মাহবুব, সাংবাদিক ইউসুফ আলী চৌধুরী, ৪নং ওয়ার্ড প্রিস ক্লাবের সহ-সভাপতি আরিফিন ইভা, ৬নং ওয়ার্ড প্রিস ক্লাবের সম্পাদক মো. ফেরদৌস আহমেদ সিফাত।
মুক্ত আলোচনায় উপস্থিত বক্তারা নগরীর বিভিন্ন জন দুর্ভোগের বিষয় যথাক্রমে মশক নিধন কর্মপরিকল্পনা, সুপেয় পানি সরবরাহ, যানজট মুক্ত সড়ক, পরিকল্পিত নগরায়ন সহ স্থানীয় উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে মতামত উপস্থাপন করেন।