নগরীতে জলবায়ুর নায্যতার দাবিতে পদযাত্রা

আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ২:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীতে জলবায়ু নায্যতার দাবিতে পদযাত্রা করেছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে বড়কুঠি গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন তরুণ-তরুণীরা। প্ল্যাকার্ডে জলবায়ু নিয়ে বিভিন্ন স্লোগান লেখা ছিল।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাংলাদেশে দিনে দিনে দুর্যোগ ও ক্ষয়-ক্ষতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো এখন আরও দৃশ্যমান। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলে খরা, তীব্র তাপদাহ, অনাবৃষ্টি, অসময়ে অতিবৃষ্টির কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জনপদের মানুষ সহ প্রাণবৈচিত্র্য।

জলবায়ু সম্মেলনের মাধ্যমে জলবায়ু তহবিল, জলবায়ু ন্যায্যতার দিকগুলো নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও ‘কপ-২৮’ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ু ন্যায্যতায় বাংলাদেশের জন্য তহবিল ছাড়সহ বাংলাদেশের আঞ্চলিকভাবে বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।