বুধবার, ৩ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৮ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সকাল ৯টায় আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলে গিয়ে শেষ হয়। এরপর কলেজিয়েট স্কুলের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহউদ্দিন।