নগরীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করে। সমাজসেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সমাজসেবী শাহীন আক্তার রেনী। সভাপতিত্ব করেন,  সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন। আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার পূর্বে নগরীর সিএন্ডবি মোড় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত  আলোচনা সভায় মিলিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ