শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপে¬ক্স মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে গতকাল শিক্ষাবোর্ড মডেল স্কুল ৬ উইকেটে হারায় সরকারি হাই মাদ্রাসাকে। টসে জিতে হাই মাদ্রাসা দল ব্যাট করতে নেমে ২৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯২ রান। দলের পক্ষে মিম ২৬ রান করে। বিপক্ষে রকি ২০ রানে ৩টি, আসিক ১৩ রানে ৩টি ও হামজা ১৮ রানে ২টি উইকেট নেন। জবাবে শিক্ষাবোর্ড মডেল স্কুল ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ৯৩ রান। দলের পক্ষে আশরাফুল ২১ রান করেন। প্রতিপক্ষ দলের রিদয় ও তামিম ১টি করে উইকেট নেন।
কারেক্টরেট মাঠে দিনের অন্য খেলায় দারুস সালাম কামিল মাদ্রাসা দল ৩০ রানে অগ্রনী স্কুলকে পরাজিত করেছে। টসে জিতে দারুস সালাম ব্যাট করতে নেমে ৪০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫০ রান। দলের পক্ষে হাসান ৩৬, সজিব ৩৯ ও সানি ২৫ রান করে। বিপক্ষে বাধন ২৬ রানে ৪টি, রুবেল ৩৯ রানে ২টি ও সাকিল ২৩ রানে ৪টি উইকেট নেন। জবাবে অগ্রনী স্কুল ব্যাট করতে নেমে ২৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২০ রান। দলের পক্ষে মনি ৩০ ও মিম ৩০ রান করেন। প্রতিপক্ষ দলের সজিব ৩৪ রানে ৫টি ও রুম্মান ২৪ রানে ৩টি উইকেট নেন।