নগরীতে জাতীয় স্কুল ক্রিকেটে বিশাল জয় বালিয়াপুকুরের

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় খেলায় বালিয়া পুকুর বিদ্যা নিকেতন বিশাল জয় পেয়েছে। তারা ১০১ রানে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলকে হারিয়েছে।
টসে হেরে বালিয়া পুকুর বিদ্যা নিকেতন দল ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান তোলে। দলের মুহায়মেনুল ৬৪ ও মেহেদী হাসান ৩৬ রান করেন। বিপক্ষ দলের রকি ৩২ রানে ৩টি উইকেট নেন। জবাবে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ৩৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান করে। দলের জাকির খান ১৫ রান করে। প্রতিপক্ষ দলের মুহায়মেনুল ১৮ রানে ৩টি ও রাহাতুজ্জামান ৮ রানে ২টি উইকেট নেন।
এদিকে সকালে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি লিয়াকত আলী। আর অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন স্কুল ও সিরাজ মেমোরিয়াল ক্রিকেট সমিতির সম্পাদক মিজানুর রহমান মিলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ