রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী মেডিকেল কলেজ মাঠে ১১তম জাফর ইমাম ক্রিকেট টুর্নামেন্টে গতকাল হাতেম খা ১১ রানে হারায় নিউ কলোনি ক্লাবকে। টসে হেরে হাতেম খা ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮১ রান করে। দলের আনন্দ ১৮ রান করে। বিপক্ষে ফরহাদ ১৯ রানে ৩টি উইকেট নেন। জবাবে নিউ কলোনী ব্যাট করতে নেমে ১০ ওভারে ২ উইকেটে ৭০ রান করে। দলের ফরহাদ ২৯ রান করে। বিপক্ষে সুব্রত ১০ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় সবজিপাড়া স্পোর্টিং ক্লাব ২১ রানে সম্রাট বয়েজকে হারায়। টসে জিতে সবজিপাড়া ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫ উইকেটে ৯৮ রান করে। দলের সবুজ ৫১ রান করে। বিপক্ষে তাসলিম ও পাভেল ১টি করে উইকেট নেন। জবাবে সম্রাট ১২ ওভারে ৯ উইুকেটে ৭৭ রান করে। দলের রেন্টু ২৭ রান করে। বিপক্ষে রিদয় ১০ রানে ৪টি ও জামিল ৯ রানে ২টি উইকেট নেন।