নগরীতে জাফর ইমাম স্মৃতি ক্রিকেটে রংধনু ক্লাব জয়ী

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক


রাজশাহী মেডিকিল কলেজ মাঠে চলমান ১১ তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় হাতেম খা বুলস ৭৫ রানে লোটাস ক্লাবকে হারায়। টসে জিতে হাতেম খা ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। দলের অভি ৫৯ রান করে। বিপক্ষে সোহাগ ৯ রানে ২টি উইকেট নেন। জবাবে লোটাস ১৫ ওভারে সবকটি উউকেট হারিয়ে ৭২ রান করে। দলের সজিব ১৯ রান করে। বিপক্ষে অভি ১৬ রানে ৩টি,তকি ৮ ও অনিক ৮ রানে ২টি করে উইকেট নেন। দিনের অন্য খেলায় রংধনু ক্রিকেট ক্লাব ৭০ রানে আল রশিদ ক্রিকেট একাডেমিকে হারায়। টসে জিতে রংধনু নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২১ রান তোলে। দলের হাসান ৪৬ ও রিদয় ২১ রান করে। বিপক্ষে শাকিল ১৩ রানে ৩টি উইকেট নেন। জবাবে আল রশিদ ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫১ রান তোলে। দলের শাকিল ২৯ রান করে। বিপক্ষে বিশাল ৪ ও সুমন ৪ রানে ৪টি করে উইকেট নেন।