রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে মোজাম্মেল হক (৩০) নামে এক জামায়াত কমৃীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোবার দুপুরে রাজপাড়া থানা পুলিশ নগরীর চারখুটা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোজাম্মেল হকের বাড়ি হড়গ্রাম নতুনপাড়া এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম। সে স্থানীয় জামায়াত কর্মী বলে পুলিশ জানিয়েছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান হাফিজ।।
তিনি জানান, মোজাম্মেল হকের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল (আজ সোমবার) আদালতের মাধ্যমে মোজাম্মেলকে কারাগারে পাঠানো হবে।