বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীতে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। প্রহসনের নির্বাচন দাবি করে লিফলেটে ভোট দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর হড়গ্রাম বাজারে এই লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকর্মীরা। বাজারে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ১৪ দলের মনোনিত প্রার্থী ফজলে হোসেন বাদশার বহুতল ভবন। তিনি সেখানে একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তার ভবনের নিচে এই লিফলেট বিতরণ করা হয়।
জামায়াতের নেতাকর্মীরা ওই ভবনের নিচে সবজি বিক্রেতাদের লিফলেট দেয়। লিফলেট দেয়ার সাথে সাথে তারা সেখান থেকে চলে যায়। সেখানে সরকার বিরোধী লিফলেট দেখে সবজি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক বলেন, লিফলেট বিতরণের পরই জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।#