বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতে খায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ৯ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৫ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদক ব্যবসায়ী, ১৮ জন অন্যান্য মামলার আসামি এবং ৪ জন জামায়াত-শিবিরের কর্মী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ নূর মোহাম্মদ ওরফে তমাল (২৩) নামে এক শিবির কর্মী, রাজপাড়া থানা আবদুল মালেক (৪৫) নামে এক জামায়াত কর্মী এবং মতিহার থানা পুলিশ রতন আলী (৩০) নামে এক শিবির কর্মী ও মোয়াজ্জেম হোসেন (৩৯) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করে। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।