নগরীতে জাল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট: জুন ২, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফারকৃত আসামি কাজী খালেকুর জামান বাঁধন (২১) সে লালমনিরহাট জেলার আদিতামারী থানার বারঘড়িয়া মহিষখোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (১ জুন) বিকেল ৪ টায় ডিবি পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি কাজী খালেকুর জামান বাঁধনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার জাল টাকা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version