নগরীতে জীবাশ্ব জ্বালানিমুক্ত জলবায়ু অর্থায়নের দাবিতে সমাবেশ

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু অর্থায়ন এবং ভবিষ্যতের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত কল্পে গ্লোবাল উইক অব অ্যাকশন উদযাপনের অংশ হিসাবে পরিবর্তন, ক্লিন ও বিডাব্লুজিইডির যৌথ উদ্যোগে রাজশাহীর অলকার মোড়ে প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে।

সমাবেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষতিকারক দিক তুলে ধরা হয়। এটি পরিবেশ এবং জনমানুষকে অব্যাহতভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বিক্ষোভকারীরা এলএনজি’র মতো পরিবেশ বিনাশকারী “ভুয়া প্রযুক্তি” গুলির অবসানের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, অগ্নি প্রকল্পের সমন্বয়কারি হাসিবুল হাসান, পঙ্কজ কর্মকার ও সোমা হাসান। বক্তারা বলেন, জ্বালানিতে বিনিয়োগ সম্পর্কিত যে মিথ্যা গল্পগুলো আমাদের চারপাশের ছড়িয়ে আছে সেগুলো আমাদের বদলাতে হবে এবং প্রকৃতপক্ষেই যেন টেকসই ভবিষ্যত বিনির্মাণ হয় সেদিকে মনোনিবেশ করা আবশ্যক। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই কেবল এসবের নীতিনির্ধারক এবং অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিকারক শিল্প থেকে সরে আসায় বাধ্য করতে সক্ষম।”

এ বিভাগের অন্যান্য সংবাদ