নগরীতে জেএফএ অনূর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাজশাহী ও নওগাঁ

আপডেট: মে ৩০, ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


জেএফএ অনূর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে স্বাগতিক রাজশাহী ও নওগাঁ। মঙ্গলবার (৩০ মে) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৯ মে) সেমিফাইলানের প্রথম খেলায় নওগাঁ ৩-১ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করেছে। খেলায় নওগাঁর খাদিজা হ্যাটট্রিক করেন। এছাড়া জয়পুরহাটের অচর্ণা রাণী একটি গোল পরিশোধ করেন।

দিনের অপর খেলায় রাজশাহী ২-১ গোলে জয়পুরহাটকে হারিয়ে ফাইনালে উঠেছে। রাজশাহীর পক্ষে দুটি গোল করে অথৈ আক্তার। এছাড়া জয়পুরহাটের নুসরাত একটি গোল করেন।