বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জেএফএ অনূর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। তারা ৮-০ গোলে হারিয়েছে বগুড়াকে। শনিবার (২৭ মে) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই খেলায় বিজয়ী দলের পক্ষে আশাকুমারী ৩, প্রার্থনা ২, সিনথিয়া, অর্চনা ও তৃষা একটি করে গোল করেন। দিনের অন্য খেলায় নওগাঁ জেলা ৩-০ গোলে নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে কনিকা, হাবিবা ও পপি ১টি করে গোল করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়নে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সাতটি জেলা নিয়ে রাজশাহী ভেন্যুর আঞ্চলিক পর্বের নকআউট পদ্ধতির জেএফএ অনূর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। শনিবার (২৭ মে) দুপুরে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে¡ এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ। রোববার জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলা অংশ নেবে।