নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশের অন্যতম স্টিল র্ব্যান্ড ‘কেএসআরএম’ সহযোগিতায় নগরীর প্রতিবন্ধী, মহিলা পরিষদ, তৃতীয় লিঙ্গ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের সাড়ে ছয়’শো শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্যে রোববার (৮ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ।
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন নি¤œ আয়ের মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে, তাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম স্টিল র্ব্যান্ড ‘কেএসআরএম’। এ সময় ৬৫০টি কম্বল শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের অন্যতম স্টিল র্ব্যান্ড ‘কেএসআরএম’ এর কার্যক্রমে সহায়তা দানকারীদের ধন্যবাদ জানিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।