শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৭ তম দিনে তৃতীয় রাউন্ডের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে প্রথম খেলায় সিআরসিএ ৮ উইকেটে মিঠু ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। সিআরসিএ টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নেয়। মিঠু ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ওয়াহেদ ৩৩ বলে ২৫, নাইস ২৫ বলে ২৪, শাহীন ১০ বলে ১৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শাহাজাদা ২৫ রানে ৩টি ও মারুফ ৪ রানে ১টি করে উইকেট লাভ করেন। জবাবে সিআরসিএ ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাকিল অপরাজিত ৬২ বলে অপরাজিত ৫৩ রান করেন। তিনি এই রান করতে ৩টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়াও সিফাত ১৪ বলে ১৯ রান সংগ্রহ করেন। বিপক্ষ দলের ওয়াহিদ ৯ রানে ও জাবিদ ২৯ রানে ১টি করে উইকেট লাভ করে। দ্বিতীয় খেলায় লাল সবুজ ক্রিকেট একাডেমি ২২ রানে কোর্ট বগুড়া স্পোর্টস জোনকে পরাজিত করেছে। লাল সবুজ ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সান ১৭ বলে ১৭ এবং জাহেদী ১৩ বলে ১৬ রমজান ৬ বলে ১৬ কাদের ১৯ বলে ১৪ রান করে। বিপক্ষ দলের ফিরোজ ৩৬ রানে ৪টি আবির ও রিফাত ১১ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে বগুড়া স্পোর্টস জোন ১৭.৩ ওভারে ১০ উইকেটে ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মিম ২৮ বলে ২৮, রাশেদ ১৬ বলে ১৬ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রাজু ২১ রানে ৪টি ফরহাদ রেজা ১২ রানে ৩টি রিফাত ১১ রানে ২টি করে উইকেট লাভ করেন।