রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৯ তম দিনে প্রি-কোয়াটার রাউন্ডে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির ১৪৫ রানে নওদাপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। নওদাপাড়া ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নেয়। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রহমতউল্লাহ ৪৪ বলে ৭০, তনু ৩২ বলে ৪২, মিলন ২৬ বলে ২৯, রনি ১৫ বলে ২৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের লিটন ৩৬ রানে ২টি বিপুল ২৬ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে নওদাপাড়া ক্রিকেট একাদশ ১৫.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিপুল ২১ বলে ১১ মামুন ১২ বলে ৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শরিফ ৬ রানে ৪টি বিল্লাহ ৫রানে ৪টি রিদয় ৫রানে ২টি করে উইকেট লাভ করে। দ্বিতীয় খেলায় পাওনিয়র ক্রিকেট একাদশ (চাঁপাই নবাবগঞ্জ) ৮ উইকেটে ইয়াং ক্রিকেটার্স ঢাকা দলকে পরাজিত করেছে। ইয়াং ক্রিকেটার্স ঢাকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ফাহিম ২০ বলে ২৭, সোয়েব ১৯ বলে ১৯, সৌরভ ২৩ বলে অপরাজিত ১৭, আসিক ১৬ বলে ১৬ রান করেন। বিপক্ষ দলের রিজন ১৩ রানে ৫টি, বাদশা ৯ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে পাওনিয়র ক্রিকেট একাদশ (চাঁপাই নবাবগঞ্জ) ১৫.২ ওভারে ২ উইকেটে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ফানিসুর ১৩ বলে ২৬, মেহেদী ২৮ বলে ২৪, সোহেল ৩৩ বলে অপরাজিত ৩৪ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের আসিফ ২৭ রানে ২টি উইকেট লাভ করে।