নগরীতে টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে রাজশাহী একাডেমি ও রংধনু

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



নগরীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ও রংধনু দল।
গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি ৬৩ রানে দৈনিক সানশাইনকে হারিয়ে ফাইনালে উঠে।  ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত  ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ চঞ্চল ২৮, রহমত আলী ২৩ ও আশিক ২৩ রান  করেন। বিপক্ষ দলের রাজিবুল ২৭ রানে ৩টি, সৌরভ ১৮, কানন ২০ ও বাচ্চু ৩০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে  দৈনিক সানশাইন দল ১৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭০ রান। দলের পক্ষে জাকির অপরাজিত ২২ ও পাপ্পু  ১০  রান করেন। বিপক্ষ দলের হৃদয় ৬ রানে ৩টি, শরিফ ৭ বিল্লাহ ১৯ ও  রনি ৩০ রানে ২টি করে উইকেট নেন।
দিনের অন্য খেলায় রংধনু ৩ উইকেটে লাল সবুজ ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠে। লাল সবুজ ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ সান ৪১ ও রমজান ২০ রান করেন। বিপক্ষ দলের মিঠু ১৯, সোহাগ ২২ রানে ৩টি ও মাসুদ  ৩০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে লাল সবুজ ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১২২ রান। দলের পক্ষে সর্বোচ্চ রোমিও ৩৪ ও রবি ২৫ রান করেন। বিপক্ষ দলের সান ১৬ রানে ৩টি উইকেট নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ