সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বিশাল জয় পেয়েছে রাজশাহী ইয়াং টাইগার্স ও চাঁপাইনবাবগঞ্জের পাওনিয়ার ক্রিকেট দল।
গতকাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী ইয়াং টাইগার্স ১০ উইকেটে হারিয়েছে রাজশাহী বরেন্দ্র ক্লাবকে। রাজশাহী ইয়াং টাইগার্স টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী বরেন্দ্র ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মারুফ ৩৮ বলে ৩৭ (৬২)(৪৩) রান সংগ্রহ করে । বিপক্ষে দলের সনি ২০ রানে ৩টি সাওন ১৯ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে রাজশাহী ইয়াং টাইগার্স ১০ ওভারে কোন উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রিয়াদ ৩৩ বলে অপরাজিত ৩২(৪৪) রান এবং সাগর ২৭ বলে অপরাজিত ৩১(৬২)(৪৩) রান সংগ্রহ করে। বিপক্ষ দল কোন উইকেট লাভ করে নি। দ্বিতীয় খেলায় পাওনিয়ার ক্রিকেট (চাঁপাই নবাবাগঞ্জ) ৬৯ রানে জিতেন স্মৃতি সংঘকে পরাজিত করেছে। পাওনিয়ার ক্রিকেট (চাঁপাই নবাবাগঞ্জ) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাওনিয়ার ক্রিকেট (চাঁপাই নবাবাগঞ্জ) নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সোহেল ৩৮ বলে ৫৮ (৬২)(৪৮) এবং মিথুন ১৩ বলে ৩৬ (৬৩)(৪৩) রান করে। বিপক্ষ দলের রবিন ৩০ রানে ২টি উইকেট লাভ করে। অতিরিক্ত: ৯ রান । জবাবে জিতেন স্মৃতি ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ পাপ্পা ৪৯ বলে ৬৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের বাদশা ১টি মেডেন সহ ৩ রানে ৪টি উইকেট লাভ করে।