মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রোমেলের হ্যাটট্রিকের দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহন। গতকাল
পদ্মা গার্ডেন ক্রিকেট একাডেমির ২১রানে আরসিসিএস দলকে পরাজিত করেছে। আরসিসিএস টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পদ্মা গার্ডেন ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মাহিম ২৭ বলে ৪৩ (৪৬) তৌহিদ ২৪ বলে ৩৩(৪১)(৬২) রান সংগ্রহ করে । বিপক্ষে দলের হৃদয় ৪ওভারে ৩৬ রানে ২টি এবং টমাস ১৮ রানে ১টি করে উইকেট লাভ করে। জবাবে আরসিসিএস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ টমাস ৩২ বলে ৩৮(৪২)(৬২) রান এবং সজীব ১৮ বলে ২০(৪৪) রান সংগ্রহ করে। বিপক্ষ দল রোমেল ১৯ রানে ৩টি এবং আরমান ৩০ রানে ২িিট করে উইকেট লাভ করে। দ্বিতীয় খেলায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি (বি) ২০১ রানে মুসলিম বেঙ্গল দলকে হারিয়েছে। বাংলা ট্র্যাক টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলা ট্র্যাক নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মোহন ৪৩ বলে ১০৩ (৬৭)(৪৮) এবং ইমন ২৫ বলে ৫৯ (৬৫)(৪৫) রান করে। বিপক্ষ দলের রনী ৩৪ রানে ২টি মাজিদুল ২৩ রানে ২টি উইকেট লাভ করে। অতিরিক্ত: ২৪ রান । জবাবে মুসলিম বেঙ্গল ১৯.৩ ওভারে ১০ উইকেটে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল ৩৭ বলে ও জুয়েল ১৭ বলে ১৩ রান করে সংগ্রহ করে। বিপক্ষ দলের সুমন ৩ রানে ৩টি ও শুভ কোন রান না দিয়ে ২টি উইকেট লাভ করে।