রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২টি খেলা অনুষ্ঠিত হয়। ইয়াং ক্রিকেটার্স ঢাকা ১০ উইকেটের বিশাল ব্যবধানে আল রশিদ ক্রিকেট একাডেমীকে হারায়। আল-রশিদ ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ আজিজুর ৩৩ ও সোহাগ ১৮ রান করে । বিপক্ষে চয়ন ১৬ , আবির ২০ রানে ,তারেক ও আসিফ ২২ রানে ২টি করে নেন। জবাবে ইয়াং ক্রিকেটার্স ঢাকা ১৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসিফ অপরাজিত ৬১ ও ফাহিম অপরাজিত ৪৩ রান করে। দিনের অন্য খেলায় পাওনিয়ার চাঁপাইনবাবগঞ্জ ৯৫ রানে আল রশিদ (ফরহাদ রেজা)-কে হারায়। টসে জিতে পাওনিয়র চাঁপাই নবাবগঞ্জ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সোহেল ৩৯, মিথুন ৩৫ ও নুর ২০ রান করে। বিপক্ষ দলের সাকিল ২২ রানে ও ইলিয়াস ২১ রানে ২টি করে উইকেট নেন। জবাবে আল-রশিদ ক্রিকেট একাডেমি (ফরহাদ রেজা) ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ তসলিম ১৭ ,সনি ১২ রান করে করে। বিপক্ষ দলের বাদশা ১২ রানে ৬টি ও কোয়েল ৬ রানে ১টি উইকেট নেন।