মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিআরসিএ ও চাঁপাই নবাবগঞ্জের মিঠু ক্রিকেট একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ১৪তম দিনে তৃতীয় রাউন্ডের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় সিআরসিএ ৭ উইকেটে লাল সবুজ ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। সিআরসিএ দল টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। লাল সবুজ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভার খেলে ১০ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রাব্বি ৪৫ বলে ২৭, প্রিতম ২৫ বলে ২৩, সানি ১৫ বলে ১৯ রান সংগ্রহ করেন । বিপক্ষ দলের লিমন ১০ রানে ৩টি মারুফ ১০ রানে ২টি ও ফায়সাল ২২ রানে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে সিআরসিএ ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিফাত ৩২ বলে ৩৫, শাকিল ১৪ বলে ১৭, নাগিব ১৬ বলে অপরাজিত ১৭ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের তন্ময় ২২ রানে সানি ৮ রানে ১টি করে উইকেট লাভ করে। দ্বিতীয় খেলায় চাঁপাই নবাবগঞ্জের মিঠু ক্রিকেট একাডেমি ৭৩ রানে সুপার সিরোলিয়ন্স দলকে হারিয়েছে। চাঁপাই নবাবগঞ্জের মিঠু ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। চাঁপাই নবাবগঞ্জের মিঠু ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ আবির ৩০ বলে ৫৩, শুভ ১৯ বলে ৩৯, কিবরিয়া ২০ বলে ২৪, তানভীর ৮ বলে ১৭ রান করে। বিপক্ষ দলের মিজান ৩২ রানে ৪ টি ও শাহরিয়ার ৩৪ রানে ২টি করে উইকেট লাভ করেন। জবাবে সুপার সিরোলিয়ন্স ২০ ওভারে ৬ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ইমন ২২ বলে ২২, মাহিম ২২ বলে ১৭ রান করে সংগ্রহ করেন। বিপক্ষ দলের রনি ১৭ রানে ২টি পারভেজ ১৪ রনে এবং রুবেল ১৭ রানে ১টি করে উইকেট লাভ করেন।