শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ১০ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৬ তম দিনে তৃতীয় রাউন্ডে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় গোল্ডেন সানশাইন ৬ উইকেটে রাজশাহী ক্রিকেট কোচিং স্কুলকে পরাজিত করেছে। রাজশাহী ক্রিকেট কোচিং স্কুল টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী ক্রিকেট কোচিং স্কুল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মুন্না ৩৬ বলে ২১ বিশাল ২২ বলে ২০ রান সংগ্রহ করে । বিপক্ষ দলের মামুন ১২ রানে ৩টি আল আমিন ২৯ রানে ২টি উইকেট লাভ করে। জবাবে গোল্ডেন সান শাইন ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাফিজ ২৭ বলে ৩৪ জর্জ ৩৩ বলে ৩০ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের গোপাল ২২ রানে ২টি রবিন ১২ রানে ১ উইকেট লাভ করে। দ্বিতীয় খেলায় স্পোর্টস জোন বগুড়া ৮ উইকেটে লক্ষিপুর স্পের্টিং ক্লাবকে হারিয়েছে। লক্ষিপুর স্পের্টিং ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মিরাজ ১২ বলে ১৩ এবং মাহফুজ ১৪ বলে ১৩ রান করে। বিপক্ষ দলের ফিরোজ ৯ রানে ২টি শরিফুল ১৮ রানে ২টি করে উইকেট লাভ করে। অতিরিক্ত:১৮ রান। জবাবে পোর্টস জোন বগুড়া ৯.৩ ওভারে ২ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাবিত ২৩ বলে ৩৬, মনিরুল ১৩ বলে ১৩ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রাব্বি ১৭ রানে ১টি করে উইকেট লাভ করে। অতিরিক্ত: ১৯ রান।